Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 9:40 - বাংলা সমকালীন সংস্করণ

40 যোনাথনের ছেলে: মরীব্-বায়াল, যিনি মীখার বাবা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

40 যোনাথনের পুত্র মরীব্‌-বাল, মরীব্‌-বালের পুত্র মীখা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

40 যোনাথনের পুত্র সেহিবেল, তার পুত্র মীখা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

40 যোনাথনের পুত্র মরীব্‌-বাল, মরীব্‌-বালের পুত্র মীখা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

40 যোনাথনের পুত্রের নাম ছিল মরিব্-বাল আর পৌত্রের নাম মীখা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

40 যোনাথনের ছেলে মরীব্‌বাল, মরীব্‌বালের ছেলে মীখা

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 9:40
4 ক্রস রেফারেন্স  

(শৌলের ছেলে যোনাথনের এক ছেলে ছিল, যে আবার দু-পায়েই খঞ্জ ছিল। যিষ্রিয়েল থেকে শৌল ও যোনাথনের বিষয়ে খবর আসার সময় তার বয়স ছিল পাঁচ বছর। তার ধাত্রী তাকে কোলে তুলে নিয়ে পালিয়েছিল, কিন্তু সেই ধাত্রী যখন দৌড়ে পালাতে যচ্ছিল, তখন শিশুটি পড়ে গিয়ে অক্ষম হয়ে যায়। তার নাম মফীবোশৎ।)


নের কীশের বাবা, কীশ শৌলের বাবা, ও শৌল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বায়ালের বাবা।


মীখার ছেলেরা: পিথোন, মেলক, তহরেয় ও আহস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন