১ বংশাবলি 9:26 - বাংলা সমকালীন সংস্করণ26 কিন্তু সেই চারজন প্রধান দ্বাররক্ষীকে ঈশ্বরের গৃহের সব ঘর ও ধনসম্পদ রক্ষার দায়িত্ব দেওয়া হল, যারা ছিলেন লেবীয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 কেননা ঐ চার জন প্রধান দ্বারপাল লেবীয়, তারা নিরূপিত কাজে নিযুক্ত; এবং আল্লাহ্র গৃহের কুঠরী ও ভাণ্ডারগুলোর নেতা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 চার প্রধান রক্ষী ছিলেন লেবীয়। চূড়ান্ত দায়িত্ব এঁদের হাতেই ন্যস্ত ছিল। এঁরা মন্দিরের কক্ষগুলি ও মন্দিরের ভাণ্ডারে মজুত দ্রব্যসামগ্রী রক্ষণাবেক্ষণের দায়িত্বেও নিযুক্ত ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কেননা ঐ চারি জন প্রধান দ্বারপাল লেবীয়, তাহারা নিরূপিত কার্য্যে নিযুক্ত, এবং ঈশ্বরের গৃহের কুঠরী ও ভাণ্ডার সকলের অধ্যক্ষ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 লেবীয় পরিবারের চারজন এই সমস্ত দ্বাররক্ষীদের নেতা ছিলেন। এঁদের সকলেরই কাজ ছিল ঈশ্বরের মন্দিরের ঘর-দোরের যত্ন নেওয়া ও মন্দিরের ধনসম্পদ রক্ষা করা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 যে চারজন লেবীয় প্রধান রক্ষী ছিল তাদের উপর ছিল ঈশ্বরের ঘরের ধনভান্ডারের কামরাগুলোর ভার। অধ্যায় দেখুন |