১ বংশাবলি 9:25 - বাংলা সমকালীন সংস্করণ25 গ্রামগুলিতে বসবাসকারী তাদের সহকর্মী লেবীয়রাও মাঝেমধ্যে এসে সাত দিনের জন্য তাদের কাজে সাহায্য করে যেতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আর তাদের গামস্থ ভাইদেরকে সময়ে সময়ে সপ্তাহের জন্য এসে তাদের সঙ্গে থাকতে হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 এই রক্ষীদের আত্মীয় স্বজনেরা এঁদের কাজে সাহায্য করতেন। এঁরা গ্রামে বাস করতেন এবং পালাক্রমে সাতদিন মন্দির-দ্বারে পাহারা দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আর তাহাদের গ্রামস্থ ভ্রাতৃগণকে সময়ে সময়ে সপ্তাহের নিমিত্ত আসিয়া তাহাদের সঙ্গে থাকিতে হইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 প্রায়ই দ্বাররক্ষীদের আত্মীয়রা তাদের ছোট ছোট শহরতলী থেকে এসে এঁদের 7 দিনের জন্য সাহায্য করতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 গ্রাম থেকে তাদের ভাইদেরও পালা অনুসারে এসে সাত দিন করে তাদের কাজে সাহায্য করতে হত। অধ্যায় দেখুন |