১ বংশাবলি 8:8 - বাংলা সমকালীন সংস্করণ8 মোয়াবে শহরয়িম তাঁর দুই স্ত্রী হূশীম ও বারার সঙ্গে বিবাহবিচ্ছিন্ন হওয়ার পর তাঁর কয়েকটি ছেলের জন্ম হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর তিনি তাঁদেরকে বিদায় করার পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রদেরকে জন্ম দিলেন, তাঁর স্ত্রীর হূশীম ও বারা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8-9 শহরয়িম হুশিম ও বারা নামে তাঁর দুই স্ত্রীকে পরিত্যাগ করেন। পরে মোয়াবে থাকাকালে তিনি হেদশকে বিবাহ করেন। তাঁদের সাতটি পুত্র জন্ম গ্রহণ করে: যোবব, সিবিয়া, মেশা, মলকম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর তিনি তাঁহাদিগকে বিদায় করিলে পর শহরয়িম মোয়াব-ক্ষেত্রে পুত্রগণকে জন্ম দিলেন, তাঁহার ভার্য্যা হূশীম ও বারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 শহরযয়িম মোয়াব অঞ্চলে তাঁর স্ত্রী হূশীম ও বারাক উভয়কেই বিদায় দিয়ে আর একটি বিবাহ করেন এবং সেই বিবাহের ফলস্বরূপ কয়েকটি সন্তান হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা। অধ্যায় দেখুন |