১ বংশাবলি 8:7 - বাংলা সমকালীন সংস্করণ7 নামান, অহিয়, ও সেই গেরা, যিনি তাদের নির্বাসিত করলেন এবং যিনি আবার উষ ও অহীহূদের বাবাও ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর তিনি নামান, অহিয় ও গেরা, এঁঁদেরকে বন্দী করে নিয়ে গেলেন; তাঁর পুত্র উষঃ ও অহীহূদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর তিনি নামান, অহিয় ও গেরা, ইহাঁদিগকে বন্দি করিয়া লইয়া গেলেন; তাঁহার পুত্র উষঃ ও অহীহূদ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা। অধ্যায় দেখুন |