১ বংশাবলি 8:40 - বাংলা সমকালীন সংস্করণ40 ঊলমের ছেলেরা এমন সাহসী যোদ্ধা ছিলেন, যারা ধনুক ব্যবহার করতে পারতেন। তাদের প্রচুর সংখ্যায় ছেলে ও নাতি ছিল—মোট 150 জন। এরা সবাই বিন্যামীনের বংশধর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 আর ঊলমের পুত্ররা বলবান বীর ও তীরন্দাজ ছিল এবং তাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন, এরা সকলে বিন্ইয়ামীন-সন্তান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 উলমের পুত্রেরা ছিল বিখ্যাত যোদ্ধা ও তীরন্দাজ। তাঁর পুত্র ও পৌত্র ছিল সর্বমোট দেড়শো। উল্লিখিত ব্যক্তিরা সকলেই ছিলেন বিন্যামীন গোষ্ঠীর লোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 ঊলমের পুত্ররা সকলেই ছিল বীর সৈনিক, তীর ধনুক চালাতে পারদর্শী। এদের সকলেরই অনেক অনেক পুত্র ও পৌত্র ছিল। সব মিলিয়ে মোট 150 জন পুত্র ও পৌত্র ছিল। এঁরা সকলেই বিন্যামীনের উত্তরপুরুষ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর। অধ্যায় দেখুন |