১ বংশাবলি 6:72 - বাংলা সমকালীন সংস্করণ72 ইষাখর বংশ থেকে তারা পেয়েছিল কেদশ, দাবরৎ, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস72 এবং ইষাখরবংশ থেকে চারণ-ভূমির সঙ্গে কেদশ, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)72 ইষাখরের এলাকাভুক্ত কেদশ, দবরৎ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)72 এবং ইষাখরবংশ হইতে পরিসরের সহিত কেদশ, পরিসরের সহিত দাবরৎ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল72-73 এছাড়াও তাঁরা ইষাখর পরিবারগোষ্ঠীর কাছ থেকে কেদশ, দাবরত্, রামোৎ ও গন্নিম প্রমুখ শহর ও তার সংলগ্ন মাঠগুলো পেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী72 তারা ইষাখর গোষ্ঠীর এলাকা থেকে পেল কেদশ, অধ্যায় দেখুন |