Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:69 - বাংলা সমকালীন সংস্করণ

69 অয়ালোন ও গাৎ-রিম্মোণ এবং সেই নগরগুলির চারণভূমিও দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

69 চারণ-ভূমির সঙ্গে অয়ালোন ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

69 অয়ালোন এবং গাৎ-রিম্মোন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

69 পরিসরের সহিত অয়ালোন ও পরিসরের সহিত গাৎ-রিম্মোণ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

69 আইজালন এবং গাৎ‌-রিম্মোণ শহরগুলি। এই শহরগুলির সঙ্গে তারা ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের মাঠগুলিও পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

69 অয়ালোন ও গাৎ রিম্মোণ এবং এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ তাদের দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:69
5 ক্রস রেফারেন্স  

যেদিন সদাপ্রভু ইমোরীয়দের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন, যিহোশূয় সমস্ত ইস্রায়েলের সামনে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তিনি বললেন: “সূর্য, তুমি গিবিয়োনে স্থির হয়ে দাঁড়াও, আর চাঁদ, তুমি দাঁড়াও অয়ালোন উপত্যকায়।”


যিহূদ, বেনে-বরক, গাৎ-রিম্মোণ,


যকমিয়াম, বেথ-হোরোণ,


মনঃশির অর্ধেক বংশ থেকে ইস্রায়েলীরা কহাতীয় বংশের বাদবাকি লোকজনকে আনের ও বিলয়ম এবং সেই নগরগুলির চারণভূমিও দিয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন