Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 6:16 - বাংলা সমকালীন সংস্করণ

16 লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 লেবির সন্তান গের্শোম, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 লেবীর তিন পুত্র: গের্শোম হাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 লেবির সন্তান—গোর্শোম, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 লেবির পুত্ররা ছিল: গের্শোন, কহাৎ‌ আর মরারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 লেবির ছেলেরা হল গের্শোম, কহাৎ ও মরারি।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 6:16
10 ক্রস রেফারেন্স  

তাঁদের নথি অনুসারে এই হল লেবির ছেলেদের নাম: গের্শোন, কহাৎ, ও মরারি। (লেবি 137 বছর বেঁচেছিলেন।)


লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ ও মরারি।


লেবির ছেলেরা: গের্শোন, কহাৎ, ও মরারি।


এই লেবীয়েরাও তাদের গোষ্ঠী অনুযায়ী গণিত হল: গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী।


সদাপ্রভু যখন নেবুখাদনেজারের হাত দিয়ে যিহূদা ও জেরুশালেমকে নির্বাসনে পাঠালেন, তখন এই যোষাদকও নির্বাসিত হলেন।


গের্শোনের ছেলেদের নাম এইরকম: লিব্‌নি ও শিমিয়ি।


হারোণ ও এই লেবীয়দের ডেকে তিনি সমবেত করলেন:


দাউদ লেবীয় নেতাদের বললেন, তারা যেন খঞ্জনি, বীণা ও সুরবাহারের মতো বাদ্যযন্ত্র নিয়ে আনন্দগান গাইবার জন্য তাদের সহকর্মী লেবীয়দের নিযুক্ত করলেন।


ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি রাখার জন্য দাউদ যে তাঁবুটি খাটিয়েছিলেন, তারা সেটি সেই তাঁবুর মধ্যে এনে রেখেছিল, এবং তারা ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করল।


সৈন্যদলের কয়েকজন সেনাপতিকে সাথে নিয়ে দাউদ আসফ, হেমন ও যিদূথূনের ছেলেদের মধ্যে কয়েকজনকে বীণা, খঞ্জনি ও সুরবাহার নিয়ে ভাববাণীর পরিচর্যা করার জন্য আলাদা করে চিহ্নিত করে দিলেন। এই হল সেইসব লোকের তালিকা, যারা এই পরিচর্যা সম্পন্ন করলেন:


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন