১ বংশাবলি 5:6 - বাংলা সমকালীন সংস্করণ6 এবং তাঁর ছেলে বেরা, যাঁকে আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর বন্দি করে নিয়ে গেলেন। বেরা রূবেণীয়দের একজন নেতা ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তার পুত্র বেরা; একে আসেরিয়ার বাদশাহ্ তিল্গৎ-পিলনেষর বন্দী করে নিয়ে গেলেন; সে রূবেণীয়দের নেতা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহার পুত্র বেরা; ইহাকে অশূর-রাজ তিল্গৎ-পিল্নেষর বন্দি করিয়া লইয়া গেলেন; সে রূবেণীয়দের অধ্যক্ষ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 বালের পুত্রের নাম ছিল বেরা। অশূররাজ তিগ্লৎ-পিলেষর রূবেণ পরিবারগোষ্ঠীর এই নেতাকে তার জায়গা ছাড়তে বাধ্য করেন এবং তাঁকে নির্বাসন দেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 বেরা ছিলেন রূবেণীয়দের নেতা। অশূরের রাজা তিলগৎ পিলনেষর তাঁকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন। অধ্যায় দেখুন |