Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 4:28 - বাংলা সমকালীন সংস্করণ

28 তারা বের-শেবা, মোলাদা, হৎসর-শূয়াল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 তারা বের-শেবাতে, মোলাদাতে, হৎসর-শূয়ালে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 দাউদের রাজত্বকাল পর্যন্ত শিমিয়োনের বংশধরেরা বেরশেবা, মোলাদাহ্, হাৎসর শুয়াল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 তাহারা বের-শেবাতে, মোলাদাতে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 শিময়ির উত্তরপুরুষরা বের্-শেবা, হৎসর-শূয়াল, মোলাদা শহরতলীসমূহে বাস করত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 শিমিয়োন গোষ্ঠীর লোকেরা বের-শেবাতে,

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 4:28
11 ক্রস রেফারেন্স  

শিমিয়োনীয়দের উত্তরাধিকার যিহূদার অংশ থেকে নেওয়া হল, কারণ যিহূদার অংশ তাদের প্রয়োজনের চেয়েও বেশি ছিল। সেই কারণে, শিমিয়োনীয়েরা তাদের উত্তরাধিকার যিহূদার এলাকাতেই পেল।


পরদিন ভোরবেলায় অব্রাহাম কিছু খাবার ও এক মশক জল নিয়ে সেগুলি হাগারকে দিলেন। তিনি সেগুলি হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে সেই ছেলেটি সমেত বিদায় করে দিলেন। হাগার প্রস্থান করল এবং বের-শেবার মরুভূমিতে ইতস্তত ঘুরে ফিরে বেড়াচ্ছিল।


শিময়ির ষোল ছেলে ও ছয় মেয়ে ছিল, কিন্তু তাঁর ভাইদের খুব বেশি সন্তান ছিল না; তাই তাদের গোটা বংশ যিহূদা বংশের মতো বহুসংখ্যক হতে পারেনি।


ইদোমের সীমানার দিকে নেগেভে অবস্থিত যিহূদা বংশের সর্বদক্ষিণস্থ নগরগুলি হল: কব্‌সীল, এদর, যাগুর,


দ্বিতীয় গুটিকাপাতের দানটি উঠল নিজেদের গোত্র অনুসারে শিমিয়োন গোষ্ঠীর নামে। তাদের উত্তরাধিকার যিহূদা গোষ্ঠীর এলাকার মধ্যে ছিল।


যেশূয়েতে, মোলাদাতে, বেথ-পেলট,


হৎসর-শূয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলিতে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন