১ বংশাবলি 4:12 - বাংলা সমকালীন সংস্করণ12 ইষ্টোন বেথ-রাফা, পাসেহ ও সেই তহিন্নের বাবা, যিনি ঈরনাহসের বাবা। এরাই রেকার লোকজন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এরা সকলে রেকার লোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তার তিন পুত্র: বৈথরফা, শাশেহ, ও তহিন্নাহ্। তহিন্নাহ্ ইরনাহশ্ নগর প্রতিষ্ঠা করেন। এদের বংশধরেরা রেকা নগরে বাস করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 ইষ্টোনের পুত্র বৈৎরাফা ও পাসেহ, এবং ঈরনাহসের পিতা তহিন্ন; এই সকল রেকার লোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 ইষ্টোনের পুত্রদের নাম বৈৎরাফা, পাসেহ ও তহিন্ন। তহিন্নর পুত্রের নাম ঈরনাহস। এঁরা সকলেই রেকার বাসিন্দা ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 আর ইষ্টোনের ছেলেরা হল বৈৎ-রাফা, পাসেহ এবং ঈরনাহসের বাবা তহিন্ন। এরা সবাই ছিল রেকার লোক। অধ্যায় দেখুন |