১ বংশাবলি 27:32 - বাংলা সমকালীন সংস্করণ32 দাউদের কাকা যোনাথন ছিলেন এমন একজন পরামর্শদাতা, যিনি জ্ঞানবুদ্ধিতে পরিপূর্ণ একজন মানুষ ও একজন শাস্ত্রবিদও ছিলেন। হকমোনির ছেলে যিহীয়েল রাজার ছেলেদের যত্ন নিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 দাউদের চাচা যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান লোক, আর লেখক ছিলেন এবং হক্মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের সেবা করার দায়িত্বে ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 রাজা দাউদের পিতৃব্য যোনাথন ছিলেন সুদক্ষ বিচক্ষণ পরামর্শদাতা ও একজন বুদ্ধিমান ব্যক্তি। তাঁর উপরও হাকমণির পুত্র যিহিয়েলের উপর রাজপুত্রদের বিদ্যা শিক্ষা দানের ভার ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 দায়ূদের পিতৃব্য যোনাথন মন্ত্রী ও বুদ্ধিমান্ লোক, আর লেখক ছিলেন; এবং হক্মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের বয়স্য ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 দায়ূদের কাকা যোনাথন ছিলেন বিচক্ষণ পরামর্শদাতা ও লেখক। হক্মোনির পুত্র যিহীয়েল রাজপুত্রদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 দায়ূদের কাকা যোনাথন ছিলেন পরামর্শদাতা, বুদ্ধিমান লোক ও রাজার লেখক। রাজার ছেলেদের শিক্ষার ব্যবস্থার ভার ছিল হক্মোনির ছেলে যিহীয়েলের উপর। অধ্যায় দেখুন |