১ বংশাবলি 25:9 - বাংলা সমকালীন সংস্করণ9 আসফের জন্য গুটিকার প্রথম দানটি পড়েছিল যোষেফের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন। দ্বিতীয়টি পড়েছিল গদলিয়ের নামে, তাঁর এবং তাঁর আত্মীয় ও ছেলেদের সংখ্যা 12 জন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আর আসফের জন্য ইউসুফের পক্ষে প্রথম দল উঠলো। দ্বিতীয় গদলিয়ের পক্ষে; সে, তার ভাইয়েরা ও পুত্ররা বারো জন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9-31 এই দুশো অষ্টআশী জন ব্যক্তিকে পরিবার অনুসারে চব্বিশটি দলে ভাগ করা হল। প্রত্যেকটি দলের লোকসংখ্যা হল বারোজন এবং প্রত্যেকটি দলের ভার দেওয়া হল একজন নেতার উপর। নিম্নলিখিত ক্রম অনুসারে তাঁদের পালা নির্দিষ্ট হলঃ 1. আসফের পরিবারের যোষেফ 2. গদলিয় 3. সক্কুর 4. যিস্রি 5. নথনিয় 6. বুক্কিয় 7. আসারেলা 8. যিশায়াহ্ 9. মত্তনিয় 10. শিমিয়ি 11. উষিয়েল 12. হশবিয় 13. শবুয়েল 14. মত্তিথিয় 15. যিরেমোৎ 16. হননিয় 17. যশবকাশা 18. হনানি 19. মল্লোথি 20. ইলিয়াথা 21. হোথির 22. গিদ্দল্তি 23. মহসিয়োৎ 24. রোমাম্তি এষর অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর আসফের জন্য যোষেফের পক্ষে প্রথম গুলি উঠিল। দ্বিতীয় গদলিয়ের পক্ষে; সে, তাহার ভ্রাতৃগণ ও পুত্রগণ বারো জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রথম বার আসফ (যোষেফ) এর পরিবার থেকে 12 জন পুত্র এবং আত্মীয়কে বাছা হয়েছিল। দ্বিতীয় বার গদলিয়র পরিবার থেকে 12 জন পুত্র এবং আত্মীয়কে বাছা হয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আসফের পক্ষে প্রথম বারের গুলিবাঁটে যোষেফের নাম উঠল। দ্বিতীয় বারের গুলিবাঁটে উঠল গদলিয়ের নাম; তিনি, তাঁর আত্মীয় স্বজন ও ছেলেরা ছিলেন বারোজন। অধ্যায় দেখুন |