১ বংশাবলি 25:7 - বাংলা সমকালীন সংস্করণ7 তাদের সব আত্মীয়স্বজন সমেত—যারা সবাই সদাপ্রভুর উদ্দেশে গানবাজনায় প্রশিক্ষিত ও দক্ষ ছিলেন—তাদের সংখ্যা হল 288 জন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 মাবুদের উদ্দেশে গীতগানে শিক্ষিত তারা ও তাদের ভাইয়েরা সংখ্যায় সবসুদ্ধ দুই শত অষ্টাশি জন কাওয়ালী পারদর্শী লোক ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এই চব্বিশজন লেবীয় ছিলেন সুনিপুণ ওস্তাদ এবং তাঁদের সহকর্মী লেবীয়রা ছিলেন সুশিক্ষিত সুরশিল্পী। সবশুদ্ধ সংখ্যায় তাঁরা ছিলেন দুশো অষ্টআশী জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সদাপ্রভুর উদ্দেশে গীতগানে শিক্ষিত তাহারা ও তাহাদের ভ্রাতৃগণ সংখ্যায় সর্ব্বশুদ্ধ দুই শত অষ্টাশী জন সঙ্গীত পারদর্শী লোক ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এদের এবং লেবি পরিবারগোষ্ঠী এদের আত্মীয়দের মোট 288 জনকে প্রভুর প্রশংসা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁদের বংশের গান বাজনায় শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়ে তাঁদের সংখ্যা ছিল দুশো অষ্টাশি জন। অধ্যায় দেখুন |