Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ বংশাবলি 24:22 - বাংলা সমকালীন সংস্করণ

22 যিষ্‌হরীয়দের মধ্যে থেকে: শলোমীত; শলোমীতের ছেলেদের মধ্যে থেকে: যহৎ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 যিষহরীয়দের মধ্যে শলোমোৎ; শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যিষহ্‌রের বংশধর শলোমোত গোষ্ঠীর নেতা যহৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 যিষ্‌হরীয়দের মধ্যে শলোমোৎ; শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 যিষহরীয় পরিবারগোষ্ঠী থেকে ছিলেন শলোমোৎ। আর শলোমোতের পরিবার থেকে যহৎ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 যিষ্‌হরীয়দের বংশের বাবা শলোমোৎ ও শলোমোতের বংশ নেতা যহৎ।

অধ্যায় দেখুন কপি




১ বংশাবলি 24:22
8 ক্রস রেফারেন্স  

যিষ্‌হরের ছেলেরা: প্রথম স্থানে ছিলেন শলোমীৎ।


রাজা দাউদের, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিরূপে নিযুক্ত বিভিন্ন বংশের কর্তাব্যক্তিদের এবং সৈন্যদলের অন্যান্য সেনাপতিদের দ্বারা উৎসর্গীকৃত জিনিসপত্র যেখানে রাখা হত, সেইসব কোষাগার দেখাশোনা করার দায়িত্ব তুলে দেওয়া হল শলোমোৎ ও তাঁর আত্মীয়দের হাতে।


কহাতের অন্তর্গত ছিল অম্রামীয়, যিষ্‌হরীয়, হিব্রোণীয় এবং উষীয়েলীয় গোষ্ঠী; এরাই ছিল কহাৎ গোষ্ঠী।


কহাতীয় গোষ্ঠীসমূহ হল: অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।


যিষ্‌হরের ছেলেরা: কোরহ, নেফগ ও সিখ্রি।


রহবিয়ের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে: প্রথমজন যিশিয়।


হিব্রোণের ছেলেরা: প্রথমজন যিরিয়, দ্বিতীয়জন অমরিয়, তৃতীয়জন যহসীয়েল ও চতুর্থজন যিকমিয়াম।


অম্রামের সন্তানেরা: হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা: নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন