১ বংশাবলি 23:23 - বাংলা সমকালীন সংস্করণ23 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 মুশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 মরারির দ্বিতীয় পুত্র মুশির তিন পুত্র: মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, তিন জন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 মূশির পুত্রদের নাম মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ। অধ্যায় দেখুন |
তাঁর বাবা দাউদের স্থির করে দেওয়া নিয়মানুসারে, কয়েকটি বিভাগে ভাগ করে যাজকের দায়িত্ব পালনের জন্য তিনি তাদের নিযুক্ত করে দিলেন, এবং প্রশংসাগানে নেতৃত্ব দেওয়ার ও প্রাত্যহিক চাহিদানুসারে যাজকদের কাজে সাহায্য করার দায়িত্ব দিয়ে তিনি লেবীয়দেরও নিযুক্ত করলেন। এছাড়াও বিভিন্ন দরজার জন্য কয়েকটি বিভাগে ভাগ করে তিনি দ্বাররক্ষীদের নিযুক্ত করলেন, কারণ ঈশ্বরের লোক দাউদ এরকমই আদেশ দিলেন।