১ বংশাবলি 23:22 - বাংলা সমকালীন সংস্করণ22 ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা গেলেন: তাঁর শুধু কয়েকটি মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ, তাদের খুড়তুতো ভাইয়েরাই তাদের বিয়ে করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 ইলিয়াসর ইন্তেকাল, তাঁর পুত্র ছিল না, কেবল কয়েক জন কন্যা ছিল, আর তাদের জ্ঞাতি কীশের পুত্ররা তাদেরকে বিয়ে করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা যান। তাঁর শুধু কন্যা ছিল। তারা তাদের খুড়তুতো ভাইদের (কীশের পুত্রদের) বিবাহ করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 ইলিয়াসর মরিলেন, তাঁহার পুত্র ছিল না, কেবল কয়েকটী কন্যা ছিল, আর তাহাদের জ্ঞাতি কীশের পুত্রগণ তাহাদিগকে বিবাহ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ইলিয়াসর অপুত্রক অবস্থাতেই মারা গিয়েছিলেন। তাঁর শুধু কয়েকটি কন্যা ছিল, যারা নিজেদের আত্মীয়দের মধ্যেই কীশের পুত্রদের বিয়ে করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 ইলীয়াসর কোনো ছেলে না রেখেই মারা গেলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, আর তাদের আত্মীয় কীশের ছেলেরা তাদেরকে বিয়ে করল। অধ্যায় দেখুন |