১ বংশাবলি 21:20 - বাংলা সমকালীন সংস্করণ20 গম ঝাড়তে ঝাড়তে অরৌণা পিছনে ফিরে সেই দূতকে দেখতে পেয়েছিলেন; তাঁর সাথে থাকা তাঁর চার ছেলে লুকিয়ে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 পরে অরৌণা মুখ ফিরিয়ে ফেরেশতাকে দেখতে পেল, আর তার সঙ্গে যে চার পুত্র ছিল তারা গিয়ে লুকাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 সেই খামারে তখন অরৌণা ও তার চার পুত্র গম ঝাড়াই করছিল। পরমেশ্বরের দূতকে দেখতে পেয়ে তারা পালিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 পরে অর্ণান মুখ ফিরাইয়া দূতকে দেখিতে পাইল; আর তাহার সঙ্গী চারি পুত্র লুকাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 অর্ণান তখন গম ঝাড়াই করছিল। সে পেছন ফিরে দূতকে দেখতে পেল। অর্ণানের চার পুত্র ভয়ে লুকিয়ে পড়লো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 অর্ণান গম ঝাড়তে ঝাড়তে ঘুরে সেই স্বর্গদূতকে দেখতে পেল, আর তার সঙ্গে তার যে চারটি ছেলে ছিল তারা গিয়ে লুকাল। অধ্যায় দেখুন |