১ বংশাবলি 18:15 - বাংলা সমকালীন সংস্করণ15 সরূয়ার ছেলে যোয়াব সৈন্যদলের প্রধান সেনাপতি ছিলেন; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর সরূয়ার পুত্র যোয়াব সৈন্যাধ্যক্ষ ছিলেন; এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাস লেখক ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 সরূয়ার পুত্র যোয়াব ছিলেন প্রধান সেনাপতি। অহীলুদের পুত্র যিহোশাফট ছিলেন তথ্য বিভাগের অধিকর্তা এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর সরূয়ার পুত্র যোয়াব সৈন্যাধ্যক্ষ ছিলেন; এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তাঁর সেনাবাহিনীর প্রধান ছিলেন সরূয়ার পুত্র যোয়াব। অহীলূদের পুত্র যিহোশাফট দায়ূদের সমস্ত কার্যকলাপ লিপিবদ্ধ করে গিয়েছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 সরূয়ার ছেলে যোয়াব ছিলেন তাঁর প্রধান সেনাপতি আর অহীলূদের ছেলে যিহোশাফট তাঁর রাজত্বের সব ইতিহাস লিখে রাখতেন। অধ্যায় দেখুন |