১ বংশাবলি 16:30 - বাংলা সমকালীন সংস্করণ30 সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও! পৃথিবী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তা বিচলিত হবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 সমস্ত ভুবন! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো; জগতও সুস্থির, তা বিচলিত হবে না; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 সমগ্র পৃথিবী, তাঁর সম্মুখে হও কম্পমান। এ পৃথিবী দৃঢ় প্রতিষ্ঠিত, কখও হবে না বিচলিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 সমস্ত ভুবন! তাঁহার সাক্ষাতে কম্পমান হও; জগৎও সুস্থির, তাহা বিচলিত হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 প্রভুর সামনে সমস্ত পৃথিবীর ভয়ে কম্পমান হওয়া উচিৎ, কিন্তু ঈশ্বর পৃথিবীকে সুদৃঢ় করেছেন সুতরাং তা নড়বে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো। পৃথিবী অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না। অধ্যায় দেখুন |