১ বংশাবলি 16:3 - বাংলা সমকালীন সংস্করণ3 পরে তিনি প্রত্যেক ইস্রায়েলী পুরুষ ও মহিলাকে একটি করে রুটি, একটি করে খেজুরের ও কিশমিশের পিঠে দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর সমস্ত ইসরাইলের মধ্যে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক স্ত্রীলোককে একখানা করে রুটি ও এক খণ্ড গোশ্ত ও একখানা আঙ্গুরের পিঠা দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এবং ইসরায়েলী প্রজাদের সকলকে খাদ্য বিতরণ করলেন। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে দেওয়া হল একটা করে রুটি, এক টুকরো ঝলসানো মাংস আর কিসমিসের পিঠে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর সমস্ত ইস্রায়েলের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীলোককে এক একখানা রুটী ও এক এক ভাগ [অন্য খাদ্য] ও এক একখানা দ্রাক্ষাপিষ্টক দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 এরপর তিনি ইস্রায়েলের প্রত্যেক পুরুষ ও নারীকে একখানা করে গোটা পাঁউরুটি, কিছু খেজুর, কিস্মিস্ ও পিঠে বিতরণ করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক কিশমিশের পিঠে দিলেন। অধ্যায় দেখুন |