১ বংশাবলি 13:7 - বাংলা সমকালীন সংস্করণ7 তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি একটি নতুন গাড়িতে চাপিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, এবং উষ ও অহিয়ো গাড়িটি চালাচ্ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 পরে তাঁরা আল্লাহ্র সিন্দুক একটি নতুন ঘোড়ার গাড়িতে উঠিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন এবং উষঃ ও অহিয়ো ঐ ঘোড়ার গাড়ি চালনা করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তারা অবিনাদবের বাড়ি থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি বের করে নতুন একটা গরুর গাড়িতে চাপালেন। উজ্জাহ্ ও অহিয় গাড়িটা চালাতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক এক নূতন শকটে উঠাইয়া অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, এবং উষঃ ও অহিয়ো ঐ শকট চালাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সবাই মিলে সাক্ষ্যসিন্দুকখানা অবীনাদবের বাড়ি থেকে বের করে নতুন একটা ঠেলা গাড়িতে বসালেন। উষঃ আর অহিয়ো ঐ গাড়িকে পথ দেখাচ্ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 লোকেরা অবীনাদবের বাড়ি থেকে ঈশ্বরের সিন্দুকটি বের করে একটা নতুন গাড়ির উপরে বসিয়ে নিয়ে চলল। উষঃ ও অহিয়ো সেই গাড়িটা চালাচ্ছিল, অধ্যায় দেখুন |