১ বংশাবলি 10:13 - বাংলা সমকালীন সংস্করণ13 শৌল মারা গেলেন কারণ তিনি সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হলেন; তিনি সদাপ্রভুর বাক্য পালন করেননি এবং এমনকি পরিচালনা লাভের জন্য এক প্রেতমাধ্যমেরও সাহায্য নিয়েছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এভাবে তালুত মাবুদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করার কারণে ইন্তেকাল করলেন; কারণ তিনি মাবুদের কালাম পালন করেন নি; আবার তিনি অনুসন্ধানের জন্য গুনিণদের কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করেছিলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 পরমেশ্বর প্রভুর কাচে অবিশ্বস্ততার জন্য শৌলের মৃত্যু হল। প্রভুর নির্দেশ না চেয়ে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 এইরূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন হেতু মরিলেন; কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই; আবার তিনি অনুসন্ধান জন্য ভূতড়িয়ার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করিয়াছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রভুর প্রতি অনুগত না হওয়ার কারণেই এবং প্রভুর বাণী উপেক্ষা করার জন্যই শৌলের মৃত্যু হয়েছিল। প্রভুর উপদেশ নেবার পরিবর্তে শৌল এক মাধ্যমের কাছে পরামর্শের জন্য যেতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছিলেন বলে শৌল মারা গেলেন। তিনি সদাপ্রভুর কথা মেনে চলেন নি; এমন কি, সদাপ্রভুর কাছ থেকে পরামর্শ না চেয়ে তিনি এই রূপে পরামর্শ নিয়েছিলেন যে ভুতড়িয়ার কাছে। অধ্যায় দেখুন |