১ বংশাবলি 1:43 - বাংলা সমকালীন সংস্করণ43 কোনও ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে যে রাজারা ইদোমে রাজত্ব করে গেলেন, তারা হলেন: বিয়োরের ছেলে বেলা, যাঁর রাজধানী নগরের নাম দেওয়া হল দিনহাবা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্ রাজত্ব করার আগে এই বাদশাহ্রা ইদোম দেশের বাদশাহ্ ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁর রাজধানীর নাম দিন্হাবা; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 ইসরায়েলীদের দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আগে নিম্নলিখিত নৃপতিবৃন্দ ইদোম দেশে ক্রমান্বয়ে রাজত্ব করেনঃ বিয়োরের পুত্র বেলা। এঁর রাজধানী ছিল দিনহাবাহ্তে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্ব্বে ইহাঁরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁহার রাজধানীর নাম দিন্হাবা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল। নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল: ইদোমের প্রথম রাজা ছিলেন বিয়োরের পুত্র বেলা। বেলার রাজধানীর নাম ছিল দিন্হাবা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী43 ইস্রায়েলীয়দের উপরে কোনো রাজা রাজত্ব করবার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিনহাবা। অধ্যায় দেখুন |