১ তীমথিয় 5:18 - বাংলা সমকালীন সংস্করণ18 কারণ শাস্ত্র বলে, “শস্য মাড়াই করার সময় বলদের মুখে জালতি বেঁধো না” এবং “কর্মচারী তার বেতন পাওয়ার যোগ্য” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কারণ পাক-কিতাবে বলে, “শস্য-মাড়াইকারী বলদের মুখে জাল্তি বেঁধো না;” আর কার্যকারী নিজের বেতনের যোগ্য। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 শাস্ত্রে আছে, “যে বলদ শস্য মাড়াই করছে তার মুখে জালতি দিও না।” এবং “যে ব্যক্তি শ্রমিক, পারিশ্রমিক তারই প্রাপ্য।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কারণ শাস্ত্রে বলে, “শস্যমর্দ্দনকারী বলদের মুখে জাল্তি বাঁধিও না;” আর, “কার্য্যকারী আপন বেতনের যোগ্য।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কারণ শাস্ত্র বলছে, “যে বলদ শস্য মাড়ে তার মুখ বন্ধ করো না।” আর “যে কাজ করে সে তো তার পারিশ্রমিক লাভের যোগ্য।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 কারণ শাস্ত্র বলে, “শস্যদানা মাড়ানোর দিন বলদের মুখে জালতি বেঁধ না;” এবং “যে কাজ করে সে তার বেতন পাওয়ার যোগ্য।” অধ্যায় দেখুন |