১ করিন্থীয় 4:4 - বাংলা সমকালীন সংস্করণ4 আমার বিবেক পরিষ্কার, কিন্তু তা আমাকে নির্দোষ প্রতিপন্ন করে না। যিনি আমার বিচার করেন, তিনি প্রভু। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না, তবু এতে আমি নির্দোষ বলে প্রতিপন্ন হচ্ছি না; কিন্তু যিনি আমার বিচার করেন, তিনি প্রভু। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমার বিবেক পরিষ্কার কিন্তু তার দ্বারা আমার নির্দোষিতা প্রমাণিত হয় না। প্রভুই আমার একমাত্র বিচারক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না, তথাপি ইহাতে আমি নির্দ্দোষ বলিয়া প্রতিপন্ন হইতেছি না; কিন্তু যিনি আমার বিচার করেন, তিনি প্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমার বিবেক পরিষ্কার, তবুও এতে আমি নির্দোষ প্রতিপন্ন হই না। প্রভুই আমার বিচার করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কারণ আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না, তবুও আমি নির্দোষ বলে প্রমাণিত হই না; কিন্তু যিনি আমার বিচার করেন, তিনি প্রভু। অধ্যায় দেখুন |