১ করিন্থীয় 15:14 - বাংলা সমকালীন সংস্করণ14 আবার খ্রীষ্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন তবে আমাদের প্রচার করা ও তোমাদের বিশ্বাস করা, সব অর্থহীন হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর মসীহ্ যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তা হলে তো আমাদের তবলিগও বৃথা আর তোমাদের ঈমানও বৃথা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আর খ্রীষ্ট যদি পুনর্জীবিত না হয়ে থাকেন তাহলে আমাদের প্রচার বৃথা এবং তোমাদের বিশ্বাসও অর্থহীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে ত আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আর খ্রীষ্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে তো আমাদের সেই সুসমাচার ভিত্তিহীন, আর তোমাদের বিশ্বাসও ভিত্তিহীন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হয়ে থাকেন, তাহলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। অধ্যায় দেখুন |