১ করিন্থীয় 11:28 - বাংলা সমকালীন সংস্করণ28 সেই রুটি ভোজন ও পানপাত্র থেকে পান করার পূর্বে কোনো মানুষের অবশ্যই নিজেকে পরীক্ষা করে দেখা উচিত, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 মানুষ নিজের পরীক্ষা করুক এবং এভাবে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সেইজন্য এই রুটি গ্রহণ ও পানপাত্র থেকে পান করার আগে প্রত্যেক ব্যক্তি আত্মপরীক্ষা করুক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক, এবং এই প্রকারে সেই রুটী ভোজন ও সেই পানপাত্রে পান করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 এই রুটি খাওয়ার ও সেই পানপাত্রে পান করার আগে প্রত্যেকের উচিত নিজের হৃদয় পরীক্ষা করা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 কিন্তু মানুষ নিজের পরীক্ষা করুক এবং এই ভাবে সেই রুটি খাওয়া ও সেই পানপাত্রে পান করুক। অধ্যায় দেখুন |