হোশেয় 9:16 - বাংলা সমকালীন সংস্করণ16 ইফ্রয়িম ব্যাধিগ্রস্ত হয়েছে, তাদের শিকড় শুকিয়ে গেছে; তাই তারা কোনো ফল উৎপন্ন করে না। এমনকি তারা যদি সন্তানের জন্মও দেয়, তাহলে আমি তাদের স্নেহচ্ছায়ায় লালিত বংশধরদের মেরে ফেলব।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আফরাহীম আহত, তাদের মূল শুকিয়ে গেছে, তারা আর ফলবে না; যদিও তারা সন্তানের জন্ম দেয়, তবুও আমি তাদের প্রিয় গর্ভফল মেরে ফেলবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ইসরায়েল জাতি আজ এমন একটি গাছের মত, যার মূল গেছে শুকিয়ে,যে গাছ আর ফলদান করবে না। তাদের আর কোনও সন্তান হবে না, অথবা তাদের যদি সন্তান জন্মগ্রহণ করেও আমি তাদের প্রিয়তম সন্তানদের সংহার করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 ইফ্রয়িম আহত, তাহাদের মূল শুষ্কীভূত, তাহারা আর ফলিবে না; যদ্যপি তাহারা সন্তানের জন্ম দেয়, তথাপি আমি তাহাদের প্রিয় গর্ভফল মারিয়া ফেলিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ইফ্রয়িম শাস্তি পাবে। তাদের মূল শুকিয়ে যাচ্ছে। তাদের আর সন্তান হবে না। সন্তানের জন্ম হয়ত তারা দিতে পারে, কিন্তু তাদের শরীর থেকে যে প্রিয় সন্তান সৃষ্টি হবে তাদের আমি হত্যা করব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 ইফ্রয়িম হল অসুস্থ এবং তাদের মূল শুকিয়ে গেছে; তারা আর ফল উত্পন্ন করবে না। এমনকি যদি তাদের সন্তান থাকে, আমি তাদের প্রিয় সন্তানদের মেরে ফেলব। অধ্যায় দেখুন |