হোশেয় 6:8 - বাংলা সমকালীন সংস্করণ8 গিলিয়দ হল দুষ্ট ও অধর্মাচারীদের নগর, তা রক্তাক্ত পদচিহ্নে কলঙ্কিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 গিলিয়দ দুর্বৃত্তদের নগর, তা রক্তে রঞ্জিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 গিলিয়দ দুরাচারদের নগর,রক্তে রঞ্জিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 গিলিয়দ অধর্ম্মাচারীদের নগর, তাহা রক্তে অঙ্কিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 গিলিয়দ অধর্মচারীদের শহর। সেখানকার লোকরা চালাকি করে অন্যদের হত্যা করেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 গিলিয়দ হল অন্যায়কারীদের শহর, রক্তের পদচিহ্নে ভরা। অধ্যায় দেখুন |
“এখন তুমি নিজেই তো জানো সরূয়ার ছেলে যোয়াব আমার প্রতি কী করল—ইস্রায়েলী সৈন্যদলের দুই সেনাপতি, নেরের ছেলে অবনের ও যেথরের ছেলে অমাসার প্রতি সে কী করল। সে তাদের হত্যা করল, শান্তির সময়েও সে এমনভাবে তাদের রক্তপাত করল, যেন মনে হয় যুদ্ধেই তা হয়েছে, এবং সেই রক্তে সে তার কোমরের কোমরবন্ধ ও পায়ের চটিজুতো রাঙিয়ে নিয়েছিল।