হোশেয় 5:11 - বাংলা সমকালীন সংস্করণ11 ইফ্রয়িম অত্যাচারিত হয়েছে, বিচারে পদদলিত হয়েছে, প্রতিমাদের পিছনে ধাওয়া করায় সে নিবিষ্ট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আফরাহীম নির্যাতিত ও বিচারে চুরমার হচ্ছে, কারণ সে নিজের ইচ্ছায় মিথ্যা বিধানের অনুসারী হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 ইসরায়েল নিপীড়িত ও অবিচারে পদদলিত, যে দেশের উপর ছিল তার ন্যায়সঙ্গত অধিকার, সেই দেশ সে হারিয়েছে। সে সাহায্য চাইতে গেছে এমন জনের কাছে যার সাহায্য করার কোনও ক্ষমতাই নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 ইফ্রয়িম উপদ্রুত ও বিচারে মর্দ্দিত হইতেছে, কারণ সে আপন ইচ্ছায় [মিথ্যা] বিধানের অনুবর্ত্তী হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ইফ্রয়িম শাস্তি পাবে, দ্রাক্ষার মতো তাকে চেপে পিষে ফেলা হবে। কারণ সে নোংরা জিনিসকে অনুসরণ করবে বলে ঠিক করেছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 ইফ্রয়িম অভিশপ্ত, সে বিচারে অভিশপ্ত, কারণ সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল প্রতিমার পথে চলতে এবং প্রণাম করতে, অধ্যায় দেখুন |