হোশেয় 5:10 - বাংলা সমকালীন সংস্করণ10 যিহূদার নেতারা তাদের মতো, যারা সীমানার পাথরগুলি সরিয়ে ফেলে। বন্যার স্রোতের মতোই আমি তাদের উপরে ঢেলে দেব আমার ক্রোধ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 এহুদার শাসনকর্তারা তাদের মত হয়েছে, যারা সীমার চিহ্ন স্থানান্তর করে; তাদের উপরে আমি পানির মত আমর গজব ঢেলে দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 প্রভু পরমেশ্বর বলেন, ‘যিহুদীয়ার নেতৃবৃন্দের উপর আমি ক্রুদ্ধ হয়েছি, কারণ তারা ইসরায়েল আক্রমণ করেছে, দখল করেছে তার দেশ। তাই আমি তাদের উপর বারিধারার মত বর্ষণ করব আমার ক্রোধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 যিহূদার অধ্যক্ষগণ তাহাদের ন্যায় হইয়াছে, যাহারা সীমার চিহ্ন স্থানান্তর করে; তাহাদের উপরে আমি জলের ন্যায় আপন ক্রোধ ঢালিয়া দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যিহূদার নেতারা চোরদের মতো, যারা অন্য লোকের সম্পত্তি চুরি করার চেষ্টা করে। সেজন্য আমি (ঈশ্বর) তাদের ওপর জলের মতো আমার ক্রোধ ঢেলে দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 যিহূদার নেতারা ঠিক তাদের মত যারা সীমানার পাথর সরায়। আমি তাদের ওপর আমার প্রচণ্ড ক্রোধ জলের মত ঢেলে দেব। অধ্যায় দেখুন |