হোশেয় 4:4 - বাংলা সমকালীন সংস্করণ4 “কিন্তু কোনো মানুষ যেন কোনো অভিযোগ না করে, কেননা মানুষ যেন পরস্পরের বিরুদ্ধে দোষারোপ না করে, কারণ তোমার প্রজারা তাদেরই মতো, যারা যাজকের বিরুদ্ধে অভিযোগ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তবুও কেউ ঝগড়া না করুক ও কেউ অনুযোগ না করুক; কারণ তোমার জাতি ইমামের সঙ্গে বিবাদকারী লোকদের মত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তবুও কেউ যেন তর্ক না করে, যেন অভিযোগও না করে কেউ, কারণ হে যাজক, তোমার বিরুদ্ধেই আমার অভিযোগ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তথাপি কেহ বিবাদ না করুক, ও কেহ অনুযোগ না করুক; কারণ তোমার জাতি যাজকের সহিত বিবাদকারী লোকদের তুল্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কোন লোকেরই অপর একজনের সঙ্গে তর্ক করা বা তাকে দোষী করা উচিত নয়। ওহে যাজক, আমার তর্ক তোমার সঙ্গে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কিন্তু কেউ যেন অভিযোগ না আনে, কেউ যেন কাউকে দোষী না করে। কারণ এটা তোমরা, যাজকেরা, যাদের আমি দোষী করি। (কারণ তোমাদের লোকেরা সেই রকম যারা যাজকদের দোষী করে) অধ্যায় দেখুন |