হোশেয় 2:6 - বাংলা সমকালীন সংস্করণ6 তাই আমি কাঁটাঝোপে তার পথ রুদ্ধ করব; আমি তাকে প্রাচীরের মধ্যে অবরুদ্ধ করব, যেন সে তার সেই পথ খুঁজে না পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 এজন্য দেখ, আমি কাঁটা দ্বারা তার পথ রোধ করবো ও তার চারদিকে প্রাচীর গাঁথব, তাতে সে তার পথের সন্ধান পাবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সেইজন্য আমি তার পথে কাঁটা দিয়ে পথরোধ করব, তার চারিদিকে গেঁথে তুলব প্রাচীর, যেন সে সেই পথে যেতে না পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এই জন্য দেখ, আমি কন্টক দ্বারা তাহার পথ রোধ করিব, ও তাহার চারিদিকে প্রাচীর গাঁথিব, তাহাতে সে আপন পথের সন্ধান পাইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 “সেজন্য আমি (প্রভু) তোমার (ইস্রায়েলের) রাস্তা কাঁটা দিয়ে আটকে দেব। আমি একটি দেওয়াল তৈরী করব। তখন সে আর তার পথ খুঁজে পাবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 এই জন্য আমি কাঁটা দিয়ে একটা ঘেরা তৈরী করে তার পথ অবরোধ করব। আমি তার বিরুদ্ধে একটা দেওয়াল তৈরী করব, তাতে সে তার রাস্তা খুঁজে পাবে না। অধ্যায় দেখুন |