হোশেয় 2:1 - বাংলা সমকালীন সংস্করণ1 “তোমাদের ভাইদের বলো, ‘আমার প্রজা’ এবং তোমাদের বোনেদের বলো, ‘আমার প্রিয়পাত্রী।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তোমরা নিজেদের ভাইদেরকে অম্মি [আমার লোক] ও নিজেদের বোনদেরকে রুহামা [অনুকম্পিতা] বল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সেদিন তোমরা তোমাদের ভাইদের ‘আম্মি’ (আমার প্রজা) ও তোমাদের ভগ্নীদের ‘রুহামা’ (অনুগৃহীতা) বলে অভিহিত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তোমরা আপনাদের ভ্রাতাদিগকে অম্মি [আমার প্রজা], ও আপনাদের ভগিনীদিগকে রুহামা [অনুকম্পিতা] বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 “তখন তোমরা তোমাদের ভাইদের বলবে, ‘তোমরা আমার লোক।’ এবং তোমরা তোমাদের বোনেদের বলবে, ‘তিনি তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করেছেন।’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 তোমার ভাইদের বল, “আমার প্রজা!” এবং তোমার বোনদেরকে, “তোমাদের দয়া দেখানো হয়েছে।” অধ্যায় দেখুন |