হোশেয় 10:1 - বাংলা সমকালীন সংস্করণ1 ইস্রায়েল ছিল শাখাপ্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা; সে নিজের জন্যই ফল উৎপন্ন করত। তার ফল যখন বৃদ্ধি পেল, সে তখন আরও বেশি যজ্ঞবেদি নির্মাণ করল; তার দেশ যেই সমৃদ্ধ হল, সে তার পবিত্র পাথর স্তম্ভগুলি সুশোভিত করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ইসরাইল ফলভারে সমৃদ্ধ একটি আঙ্গুরলতার মত, তার ফল ধরে; সে তার ফলের আধিক্য অনুসারে অনেক কোরবানগাহ্ তৈরি করেছে, নিজ দেশের উৎকর্ষ অনুসারে বহু উৎকৃষ্ট স্তম্ভ নির্মাণ করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ইসরায়েল ফলভারে সমৃদ্ধ এক দ্রাক্ষালতার মত, ফলের উৎপাদন তার যত বেড়েছে, ততই সে নির্মাণ করেছে বেদী; তার দেশ যত সমৃদ্ধ হয়েছে, ততই উৎকর্ষ লাভ করেছে তার শিলাস্তম্ভগুলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ইস্রায়েল দীর্ঘপল্লবা দ্রাক্ষালতাস্বরূপ, তাহার ফল ধরে; সে আপন ফলের আধিক্য অনুসারে অধিক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছে, আপন দেশের উৎকর্ষ অনুসারে উৎকৃষ্ট উৎকৃষ্ট স্তম্ভ নির্ম্মাণ করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 ইস্রায়েল একটি দ্রাক্ষা গাছের মতো, যা প্রচুর পরিমাণে ফল উৎপন্ন করে। কিন্তু ইস্রায়েল যতোই বেশী বেশী পরিমাণে জিনিস পেয়েছে, ততোই মূর্ত্তিদের সম্মানার্থে সে আরো বেশী করে বেদী তৈরি করেছে। তাদের দেশ আস্তে আস্তে ভালোর দিকে গেছে, সেজন্য সেও মূর্ত্তিদের সম্মানার্থে দেবার জন্য ভালো ভালো পাথর বসিয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 ইস্রায়েল হল উর্বর আঙ্গুর গাছ যা তার ফল উত্পাদন করে। যত তার ফল বৃদ্ধি পায়, ততো বেশি সে যজ্ঞবেদী বানায়। যেভাবে তার দেশ বেশি উত্পাদন করে, সে তার পবিত্র স্তম্ভ উন্নত করে। অধ্যায় দেখুন |