হিতোপ 8:21 - বাংলা সমকালীন সংস্করণ21 যারা আমাকে ভালোবাসে তাদের আমি প্রচুর উত্তরাধিকার দান করি ও তাদের ভাণ্ডার পরিপূর্ণ করে দিই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যেন, যারা আমাকে মহব্বত করে, তাদেরকে সম্পদ দান করি, তাদের ভাণ্ডারগুলো পরিপূর্ণ করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যারা আমাকে ভালবাসে তাদের আমি উপহার দিই ধনসম্পদ, ঐশ্বর্যে ভরিয়ে তুলি তাদের ভাণ্ডার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যেন, যাহারা আমাকে প্রেম করে, তাহাদিগকে সত্ত্ববান করি, তাহাদের ভাণ্ডার সকল পরিপূর্ণ করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যারা আমাকে ভালোবাসে আমি তাদের সম্পদ দিই। হ্যাঁ, আমি তাদের ঘরবাড়ি ধনসম্পদে পরিপূর্ণ করে তুলি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যেন, যারা আমাকে প্রেম করে, তাদেরকে সম্পদ দিই, তাদের ভান্ডার সব পরিপূর্ণ করি। অধ্যায় দেখুন |