হিতোপ 7:3 - বাংলা সমকালীন সংস্করণ3 তোমার আঙুলে সেগুলি বেঁধে রেখো; তোমার হৃদয়-ফলকে সেগুলি লিখে রেখো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমার আঙ্গুলগুলোতে সেগুলো বেঁধে রাখ, তোমার হৃদয়-ফলকে তা লিখে রাখ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 নিত্য ধারণ করে থেক অঙ্গে, লিখে রেখ হৃদয় ফলকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমার অঙ্গুলি-কলাপে সেগুলি বাঁধিয়া রাখ, তোমার হৃদয়-ফলকে তাহা লিখিয়া রাখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমার শিক্ষা এবং আদেশ সর্বদা মনে রেখো। আমার শিক্ষামালা তোমার আঙুলের চারপাশে বেঁধে রাখো। তোমার হৃদয়ে খচিত করে রাখো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তোমার আঙ্গুলে সেগুলো বেঁধে রাখ, তোমার হৃদয় ফলকে তা লিখে রাখ। অধ্যায় দেখুন |