Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 7:11 - বাংলা সমকালীন সংস্করণ

11 (সে অদম্য ও বেপরোয়া, তার পা কখনও ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 সে কলহকারিণী ও অবাধ্য, তার চরণ ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রগলভা, চপলা সেই রমণী, ঘরে তার মন বসে না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সে কলহকারিণী ও অবাধ্যা, তাহার চরণ ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 সে ছিল একজন বিদ্রোহীসুলভ, অমার্জিত নারী। সে কখনও ঘরে থাকতে ভালবাসত না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 সে ঝগড়াটে ও অবাধ্যা, তার পা ঘরে থাকে না;

অধ্যায় দেখুন কপি




হিতোপ 7:11
7 ক্রস রেফারেন্স  

মূর্খতা এক দুর্বিনীত নারী; সে অনভিজ্ঞ ও কিছুই জানে না।


যেন তারা সংযত, শুদ্ধচিত্ত, ঘরের কাজে ব্যস্ত, সদয় ও নিজের নিজের স্বামীর বশ্যতাধীন হয়, যেন কেউ ঈশ্বরের বাক্যের নিন্দা করতে না পারে।


কলহপ্রিয়া স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকার চেয়ে ছাদের এক কোনায় বসবাস করা ভালো।


“তোমার স্ত্রী সারা কোথায়?” তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন। “ওখানে, তাঁবুর মধ্যে আছে,” তিনি বললেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন