হিতোপ 6:13 - বাংলা সমকালীন সংস্করণ13 যারা তাদের চোখ দিয়ে বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে, পা দিয়ে সংকেত দেয় ও আঙুল দিয়ে ইশারা করে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 সে চোখ দিয়ে ইঙ্গিত করে, পা দিয়ে কথা বলে, সে আঙ্গুল দ্বারা সঙ্কেত করে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সে চোখে ইসারা করে, পা দিয়ে ইঙ্গিত করে আর আঙ্গুল নেড়ে সঙ্কেত করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 সে চক্ষু দ্বারা ইঙ্গিত করে, পদ দ্বারা কথা বলে, সে অঙ্গুলি দ্বারা সঙ্কেত করে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সে চোখ টিপে এবং হাত ও পায়ের সাহায্যে নানা ধরণের ইঙ্গিত করে লোকদের ঠকায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তার চোখ পিটপিট করে, পা দিয়ে ইঙ্গিত করে, সে আঙুল দিয়ে সংকেত দেয়, অধ্যায় দেখুন |