হিতোপ 3:34 - বাংলা সমকালীন সংস্করণ34 অহংকারী ঠাট্টা-বিদ্রুপকারীদের তিনি বিদ্রুপ করেন কিন্তু নম্র ও নিপীড়িতদের প্রতি তিনি অনুগ্রহ দেখান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 নিশ্চয়ই তিনি নিন্দুকদের নিন্দা করেন, কিন্তু নম্রদেরকে রহমত প্রদান করেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 নিন্দুকদের তিনি নিন্দিত করেন, কিন্তু বিনম্রদের প্রতি করেন অনুগ্রহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 নিশ্চয়ই তিনি নিন্দকদিগের নিন্দা করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 যারা অপরকে নিয়ে পরিহাস করে সেই দাম্ভিক ব্যক্তিদের প্রভু শাস্তি দেন। প্রভু বিনয়ী ব্যক্তিদের প্রতি দয়াশীল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 নিশ্চয়ই তিনি নিন্দাকারীদের নিন্দা করেন, কিন্তু তিনি নম্রদেরকে অনুগ্রহ দান করেন। অধ্যায় দেখুন |