হিতোপ 3:29 - বাংলা সমকালীন সংস্করণ29 তোমার সেই প্রতিবেশীর অনিষ্ট করার ষড়যন্ত্র কোরো না, যে তোমাকে বিশ্বাস করে তোমার পাশেই বসবাস করছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কুসঙ্কল্প করো না, সে তো তোমার কাছে নির্ভয়ে বাস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 তোমার প্রতিবেশী, যে সরল বিশ্বাসে তোমার পাশে বাস করে, চক্রান্ত করো না তার বিরুদ্ধে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 তোমার প্রতিবাসীর বিরুদ্ধে কুসঙ্কল্প করিও না, সে ত তোমার নিকটে নির্ভয়ে বাস করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 তোমার প্রতিবেশীর বিরুদ্ধে দুষ্ট পরিকল্পনা কোরো না। সে তোমার কাছাকাছি থাকে এবং সে তোমাকে বিশ্বাস করে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 তোমার প্রতিবেশীর বিরুদ্ধে খারাপ চক্রান্ত্র কোরো না, যে তোমার কাছে থাকে এবং ভরসা করে। অধ্যায় দেখুন |