হিতোপ 29:13 - বাংলা সমকালীন সংস্করণ13 দরিদ্রদের ও অত্যাচারীদের মধ্যে এই সাদৃশ্য আছে: সদাপ্রভুই উভয়ের চোখে দৃষ্টিশক্তি দিয়েছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 দরিদ্র ও জুলুমবাজ একটা ব্যাপারে সমান— মাবুদ উভয়ের চোখেই আলো দান করে থাকেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দীনহীন ও অত্যাচারীর মধ্যে এক বিষয়ে সাদৃশ্য আছে- পরমেশ্বর তাদের উভয়েরই স্রষ্টা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 দরিদ্র ও উপদ্রবী একত্র মিলে; সদাপ্রভু উভয়েরই চক্ষু দীপ্তিময় করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 একদিক থেকে দেখলে একজন দরিদ্র ব্যক্তি, আর একজন যে দরিদ্রদের কাছ থেকে চুরি করে, তারা একই; তারা দুজনেই প্রভুর সৃষ্টি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 দরিদ্র ও উপদ্রবী এক সঙ্গে মেলে; সদাপ্রভু উভয়েরই চোখ আলোকিত করেন। অধ্যায় দেখুন |