হিতোপ 26:26 - বাংলা সমকালীন সংস্করণ26 প্রতারণা দ্বারা তাদের আক্রোশ লুকিয়ে রাখা যেতে পারে, কিন্তু তাদের দুষ্টতা লোকসমাজে প্রকাশিত হয়ে যাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 যদিও তার ঘৃণা কপটতায় আচ্ছন্ন, তার দুষ্টামি সমাজে প্রকাশিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 চাতুরী করে সে হয়তো তার ঘৃণা গোপন করবে কিন্তু তার দুষ্কর্ম লোকসমক্ষে প্রকাশিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 যদিও তাহার দ্বেষ কপটতায় আচ্ছন্ন, তাহার দুষ্টামি সমাজে প্রকাশিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 সে তার মধুর কথা দিয়ে কু-পরিকল্পনাগুলি ঢেকে রাখে। কিন্তু সে নীচ। কিন্তু শেষ পর্যন্ত লোকরা তার কু-কর্মের কথা ঠিকই জানতে পারবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 যদিও তার ঘৃণা ছলে ঢাকা, তার দুষ্টুমি সমাজে প্রকাশিত হবে। অধ্যায় দেখুন |