Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 26:13 - বাংলা সমকালীন সংস্করণ

13 অলস বলে, “রাস্তায় সিংহ আছে, হিংস্র এক সিংহ পথে পথে ঘুরে বেড়াচ্ছে!”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 অলস বলে, পথে সিংহ আছে, চৌরাস্তায় কেশরী থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 অলস অজুহাত দিয়ে বলে ‘বাইরে একটা সিংহ রয়েছে- পথে পথে সেই সিংহ ঘুরে বেড়াচ্ছে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 অলস বলে, পথে সিংহ আছে, চৌরাস্তায় কেশরী থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যে অলস সে বলে, “আমি আমার বাড়ি ছেড়ে বেরোব না। রাস্তায় সিংহ আছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 অলস বলে, “পথে সিংহ আছে! খোলা জায়গার মধ্যে সিংহ থাকে।”

অধ্যায় দেখুন কপি




হিতোপ 26:13
5 ক্রস রেফারেন্স  

অলস বলে, “বাইরে সিংহ আছে! নগরের চকে গেলেই আমি নিহত হব!”


অলসতা অগাধ ঘুম নিয়ে আসে, ও অপারদর্শী মানুষ ক্ষুধার্তই থেকে যায়।


অলসদের পথে কাঁটার বাধা থাকে, কিন্তু ন্যায়পরায়ণদের পথ রাজপথবিশেষ।


হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও; তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!


তাই আমি ভীত হয়ে, আপনার তালন্ত মাটিতে লুকিয়ে রেখেছিলাম। এই দেখুন, আপনার যা, তা ফিরে পেলেন।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন