হিতোপ 21:21 - বাংলা সমকালীন সংস্করণ21 যে ধার্মিকতা ও ভালোবাসার পশ্চাদ্ধাবন করে সে জীবন, সমৃদ্ধি ও সম্মান পায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যে ধার্মিকতা ও দয়ার অনুগামী হয়, সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সৎ ও দয়ালু হও, লাভ করবে সম্মান ও সমৃদ্ধি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যে ধার্ম্মিকতার ও দয়ার অনুগামী হয়, সে জীবন, ধার্ম্মিকতা ও সম্মান পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যে ব্যক্তি সর্বদা দয়া ও ভালবাসা প্রদর্শন করে সে সুস্থ জীবন লাভ করে। সে অর্থ ও সম্মান পায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যে ধার্মিকতার ও দয়ার কাজ করে, সে জীবন, ধার্ম্মিকতা ও সম্মান পায়। অধ্যায় দেখুন |