হিতোপ 20:11 - বাংলা সমকালীন সংস্করণ11 ছোটো ছোটো ছেলেমেয়েরাও তাদের কাজকর্মের দ্বারা পরিচিত হয়, তাই তাদের আচরণ কি সত্যিই বিশুদ্ধ ও ন্যায্য? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 বালকও কাজ দ্বারা তার নিজের পরিচয় দেয়, তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 একটি শিশুও কাজকর্মে প্রকাশ পায় সে কতটা ভাল ও খাঁটি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 বালকও কার্য্য দ্বারা আপন পরিচয় দেয়, তাহার কর্ম্ম বিশুদ্ধ ও সরল কি না, জানায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এমনকি একটি শিশুর কাজকর্মেও বোঝা যায় যে সে ভাল না মন্দ। তুমি যদি একটি শিশুর আচরণ লক্ষ্য কর, সে সৎ ও ভাল কিনা তা তুমি বুঝতে পারবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 এছাড়া, বালকও তার কাজের মাধ্যমে পরিচয় দেয়, তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়। অধ্যায় দেখুন |