হিতোপ 2:16 - বাংলা সমকালীন সংস্করণ16 প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে, সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 সে তোমাকে নিস্তার করবে জেনাকারী স্ত্রী থেকে, সেই চাটুবাদিনী বিজাতীয়া থেকে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এ জ্ঞান তোমাকে অসতী নারীর কবল থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদে থেকে রক্ষা করবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 সে তোমাকে উদ্ধার করিবে পরকীয়া স্ত্রী হইতে, সেই চাটুবাদিনী বিজাতীয়া হইতে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 প্রজ্ঞা তোমাকে ঐ অপরিচিতা রমণী থেকে দূরে রাখবে। সেই বিজাতীয়া, যে চাটুকারিতার সাহায্যে তোমাকে পাপের পথে প্রলুদ্ধ করে, তার হাত থেকে তোমাকে রক্ষা করবে প্রজ্ঞা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 প্রজ্ঞা এবং বিচক্ষণতা তোমাকে অসৎ মহিলার থেকে রক্ষা করবে, সেই চাটুবাদিন বন্দিনী বিজাতীয়া থেকে, অধ্যায় দেখুন |