হিতোপ 18:21 - বাংলা সমকালীন সংস্করণ21 জীবন ও মৃত্যুর ক্ষমতা জিভের হস্তগত, ও যারা তা ভালোবাসে, তারা তার ফল খায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 মরণ ও জীবন জিহ্বার অধীন; যারা তা ভালবাসে, তারা তার ফল ভোগ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 মানুষের কথাতেই নিয়ন্ত্রিত হয় তার মরণ বাঁচন, যে কথা সে উচ্চারণ করে তার পরিণাম তাকে ভোগ করতেই হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 মরণ ও জীবন জিহ্বার অধীন; যাহারা তাহা ভালবাসে, তাহারা তাহার ফল ভোগ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 জিহ্বা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে। যারা কথা বলতে ভালোবাসে তাদের কথার দরুন যা পরিনাম হতে পারে সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 মরণ ও জীবন জিভের ক্ষমতায় এবং যারা তা ভালবাসে, তারা তার ফল খাবে। অধ্যায় দেখুন |